Last Updated on November 3, 2021 by SM Toukir Ahmmed
আকাশে আঁধারের আভাস
বইছে বিষাক্ত বাতাস।
স্বাদের সন্ধ্যা সীল
মানুষের মাঝে মিল।
কলেরায় কাতর কারাগার
পাথরে পথিক পারাপার।
নগরী নাম নিরব
গোসসা গাধার গৌরব।
অহংকারে আতংক আহাজারি
পাহাড়ে পাপী পাড়ি
তখন তৃপ্তি ত্যাগী
ভুল ভয় ভাগী।
সব সাধনা সই
ক্ষুধায় খাই খই।
মোর মন মরা
ধরতে ধন ধরা।