মৃত্যু, সে যে আমার প্রিয়তমা,
মৃত্যু, তোমার জন্য এই হৃদয়ে আছে কতো ভালবাসা জমা।
মৃত্যু, এসে একবার তো দাও দেখা,
মৃত্যু, তিনিও তো জন্মে ছিলেন একেলা।
মৃত্যু, সঙ্গীর সংগে তিনিও তো হারিয়েছিলেন আসন,
মৃত্যু, তুমি ছাড়া এই ভুবনে কেউ করতে পারেনা শাসন।
মৃত্যু, সে শিশু কতোই না ভাগ্যমান!
মৃত্যু, যে মায়ের বুকে থাকতেই হারিয়েছে জান।
মৃত্যু, শিশুর প্রতি এতো তোমার কোমলতা,
মৃত্যু, তুমি ছাড়া আর কে আছে বুঝবে আমার ব্যাকুলতা।
মৃত্যু, তোমায় চাইলে পাওয়া যায়না,
মৃত্যু, তোমার বিহনে এই যাতনা তো আর সয়না।