ভালোবাসা যেনো মানুষেই রয়,
সেদিন যেনো না আসে এই দুনিয়ায়
রক্তের মানুষ আর রইলোনা
রইলো শুধু গাড়ী, বাড়ি আর রড সিমেন্ট
ভালোবাসার মানুষ আর রইলোনা
রইলো শুধু বিজ্ঞাপন, যন্ত্রাংশ আর রোবট।
ভালোবাসা যেনো মানুষেই রয়,
সেদিন যেনো না আসে এই দুনিয়ায়
মনের মানুষ আর রইলোনা
রইলো শুধু বালু, প্যাকেট আর ঘাস
মাথায় হাত রাখার মানুষ আর রইলো না
রইলো শুধু নোট, কারেন্সি আর ভাউচার।
ভালাবাসার মানুষ না থাকলে
বাসবো আমি কাকে ভালো?
কাকে ধরবো জড়িয়ে?
কে ধরবে জড়িয়ে?
কার চোখের দিকে তাকিয়ে মিলবে শান্তি?
কার চেহারায় পাবো শান্তি?
ভালোবাসা যেনো মানুষেই রয়,
বাড়ি তো যায় না ভালোবাসা
গাড়ী তে বসা যায়, আর যায় ঘুমানো
স্ত্রীর মতো মেলে না তো শান্তি
শরীর আর মনের শান্তি শুধুমাত্র ভালোবাসার মানুষেই
হোক সে স্বামী বা স্ত্রী, তার স্থান তো কে পারে না নিতে।