Last Updated on December 31, 2024 by SM Toukir Ahmmed
যদি কখনো রাতে খুঁজে থাকো অন্ধকার
তবে মনে করো আমায়।
আরেহ! এই অন্ধকার আলো আনে, আর আনে স্বপ্ন।
স্বপ্ন, যার কারণে আমরা জেগে থাকি।
স্বপ্ন, কতো অভিযোগ- অভিমান জমা থাকে।
স্বপ্ন, কতো ভালোবাসা, ভালোলাগার খোরাক জোগায়।
খোরাক, সে তো অধরাই থেকে যাবে, হয়তো একটু বেঁকেও যাবে।
তারপরও খোরাক তুমি চলে যেয়ো না, ভুলে যেয়ো না।
খোরাকই গন্ডগোল, একরকম ঢোল,
যা বাজতেই থাকে বাজতেই থাকে
অন্ধকারে ভাত খুঁজতে গিয়ে শরীর গেলো ঝলসে!
শুধু মাঝে মাঝে কেউ শব্দ শোনে আবার কেউ শোনেনা।
কানে আজ বড্ড কম শুনতে পাই– আসলে কম বলিতো
ঐ যে ধুকে ধুকে, বুকে বুকে স্বপ্ন নিয়ে আর বুকে বাতাস লাগাইনা
তাই হয়তো ঠান্ডাও লাগে কম।
ঔষধও লাগেনা, ঐ যে মনের ডক্টার তাড়িয়ে দিয়েছি।
টাকা নেই, নেই পয়সা
না আছে আপনজন।
কিচ্ছু বোঝেনা, যা করার আমাকেই করতে হতো।
আসলে আমি নিজেও অতো বুঝিনা,
হাত যে পর্যন্ত যায় সে পর্যন্তই চুল্কানোর চেষ্টা করি
যাই শুধু চুলকে যাই, মনের আরামে চুলকে যাই।
এই মরার হাতই আমার মলম।
তাই আরকি শুনিও কম।
হয়েছে আরেক জ্বালা, কাশিও কম।
ঐ যে ধুকে ধুকে, বুকে বুকে স্বপ্ন নিয়ে আর বুকে বাতাস লাগাইনা
তাই হয়তো ঠান্ডাও লাগে কম।
ঔষধও লাগেনা, ঐ যে মনের ডক্টার তাড়িয়ে দিয়েছি।
টাকা নেই
নেই পয়সা
না আছে আপনজন।
কিচ্ছু বোঝেনা, যা করার আমাকেই করতে হতো।
আসলে আমি নিজেও অতো বুঝিনা,
হাত যে পর্যন্ত যায় সে পর্যন্তই চুল্কানোর চেষ্টা করি
যাই শুধু চুলকে যাই, মনের আরামে চুলকে যাই।
এই মরার হাতই আমার মলম।