Last Updated on September 9, 2023 by SM Toukir Ahmmed
আমার মতে, আমরা যখন টাইম ট্র্যাভেল নিয়ে আলোচনা করি তখন আমরা ক্যামিরা, শিল্প চিত্র, ভিশজুয়াল দৃষ্টিকোণ থেকে মুল্যায়ন করে থাকি। আমরা যেমন টিভি, মৌবাইল ইত্যাদি জিনিসে কোনো কিছু দেখি তা চাইলেই পোজ করে বা সামনে ও পিছনের যেকোনো সময়ের দৃশ্য দেখতে পারি। চিত্র, ভিডিও এধরণের যেকোনো জিনিস আমাদের উন্নত ডিভাইসে সংরক্ষিত থাকে। তাই যেকোনো ছবি, ভিডিও আমরা দেখতে পারি। আমাদের টাইম ট্র্যাভেলের উদ্দেশ্য যদি থাকে পিছনে গিয়ে কোনো জিনিস দেখা বা পরিবর্তন করা তাহলে সেটা আমার মতে অসম্ভব কারণ আমাদের অতীতকালের কোনো কিছু সংরক্ষিত থাকেনা যা আমরা করে থাকি।
যেমন আমি গতকালকে আমার বাসার ছাঁদে বসেছিলাম আর চা খাচ্ছিলাম। এরপর দশ মিনিট পর আমি সেখান থেকে চলে যাই। এই বসে থাকা দশ মিনিট আমার সময়ের সাথে সাথেই চলে গিয়েছে, এগুলো কোথাও সংরক্ষণ করা নেই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। ধরা যাক আমি প্রতিদিনই একই কাজ করে থাকি একই সময়ে, তবুও আমার আগের ছাঁদে বসে চা খাওয়ায়র সময়ে যাওয়া যাবেনা বা যাওয়া গেলেও আমি আমার সময় ফিরে যাবোনা, কারণ আমার চা খাওয়ার কার্যক্রম বা এক্টিভিটি কোথাও সংরক্ষন বা সেইভ করা নেই টাইম ট্র্যাভেল করার জন্য।
এখন এটা সত্যি যে আমাদের বাসা, প্রতিষ্ঠান ইত্যাদি জিনিস অবশ্যই স্থীর অবস্থায় আছে বা প্রতিষ্ঠিত অবস্থায় আছে যা আমরা টাইম ট্র্যাভেল ছাড়াই দেখতে পারি বা স্পর্শ করতে পারি। যেমন কেউ মেরিকা থেকে বাংলাদেশে বেড়াতে এসে দুমাস থেকে আবার মেরিকায় ফিরে গেলে তার বাসা, প্রতিষ্ঠান বা দেশের অবস্থানগত কোনো পরিবর্তন হবেনা যদি তা পরিবর্তন করা না হয়। এক্ষত্রে বাসা, অফিস বা রাস্তা ইত্যাদি জিনিস যেখানে ছিলো সেখানেই থাকবে কিন্তু সেই নির্দিষ্ট কাজ, এক্টিভিটিজ স্থির বা চলমান অবস্থায় থাকবেনা সেটা সময়ের সাথেই সাথেই চলে গিয়েছে। সেটা সেখানেই শেষ, বা পদার্থ ও রসায়নের ভাষায় বলা যেতে পারে যে আমরা শক্তির সৃষ্টি বা ধ্বংস করিনি, যা করেছিলাম সেটা সেখানেই অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তা আমরা যতোবারই একইভাবে করে থাকিনা কেনো। এখন এমন ব্যাক্তি বা কাজ নিশ্চয় রয়েছে যা প্রায় একই কাজ, যেমন একজন কর্মকর্তা প্রতিদিন সকাল আটটায় গেইট খোলেন। তিনি একটা নির্দিষ্ট কাজ প্রায় একই ভাবে, নিয়মে করে থাকেন কিন্তু আমরা টাইম ট্র্যাভেল করে তার পূর্বের বা অতীতকালের কাজে ফিরে যেতে পারবোনা কারণ সেটা সেখানেই শেষ যা কোথাও সংরক্ষিত নেই। টাইম ট্র্যাভেল করে আমরা যদি অতীত বা ভবিষ্যতে যেতে চাই আমাদের কাজ ঠিক বা দেখার জন্য, তা আমাদের পক্ষে সম্ভব না কারণ এগুলো কোথাও সংরক্ষণ করা নেই বা সেইভ করা নেই। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে আমাদের কাজের জন্য আমরা শাস্তি বা পুরস্কার পাবো কারণ তা আল্লাহ, God এর কাছে সংরক্ষণ করা আছে কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আমাদের কাজ, এক্টিভিটিজ কোথাও সংরক্ষণ করা নেই। ইউনিভার্স এর কাজ সংরক্ষণ করা পৃথিবীতে বা ল্যাবে বসে করা অসম্ভব আমার মতে, এক্ষেত্রে ইউনিভার্সের বাহিরে অবস্থান করতে হবে হয়তো! কিন্তু আমরা যে ধারণা করি যে টাইম ট্র্যাভেলের মাধ্যমে সামনে বা পিছনে গিয়ে কিছু দেখবো বা পরিবর্তন করবো তা বস্তবে সম্ভব নয় আমাদের ডিজিটাল ডিভাইসের মতো চিন্তা করে (ভিডিও, অডিও সেইভ করা আছে, তাই আমরা ল্যাপ্টপে বা ফৌনে বসে সিনেমার মতো করে সামনে বা পিছনে দেখবো বা পরিবর্তন করবো)। আমাদের কাজ (যা আমরা করে থাকি) টাইম ট্র্যাভেল করার জন্য কোথাও সংরক্ষণ করা নেই, যা আমরা সাধারণ ডিভাইস দিয়ে করে থাকি যেমনঃ পাঁচ বছর আগের জন্মদিন উৎযাপনের ভিডিও ধারণ করে তা নিজের নাতীকে দেখানো।
Death! | bəŋləðeʃɪ dɪdʒɪtl hjuːmænətiːz prəʤekt | BD Pronunciation