Last Updated on February 7, 2023 by SM Toukir Ahmmed
Jonmo Amar Dhonno | dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ
Singer : Sabina Yasmin | səbɪnʌ jɪəsmɪn
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
mɑː ɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
mɑː ɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
tɒmər kɒθɑɪ hɑːʃte pərɪ
tɒmər kɒθɑɪ kɑːðte pəriː
tɒmər kɒθɑɪ hɑːʃte pərɪ
tɒmər kɒθɑɪ kɑːðte pəriː
mɒrte parɪ tɒmɑːr bʊkeː
mɒrte parɪ tɒmɑːr buːkeː
bʊke eɪ dʒɒðɪ rəkhɔː ʌmɑɪ
bʊkeː eɪ dʒɒðɪ rəkhɔː məɡɔː
æmɒn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː
mɑː ɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
tɒmər kɒθɑɪ kɔθɑː bɒlɪ pəkhɪr ɡəner mɒtɔː
tɒmər dɛkhɑɪ bɪːʃʃɒ dekhɪ bɒrnɒ kɒtɔː ʃɒtɔː
tɒmər kɒθɑɪ kɔθɑː bɒlɪ pəkhɪr ɡəner mɒtɔː
tɒmər dɛkhɑɪ bɪːʃʃɒ dekhɪ bɒrnɒ kɒtɔː ʃɒtɔː
tʊmɪ ʌmɑːr tʊmɪ ʌmər khelər pʊtuːl
tʊmɪ ʌmɑːr tʊmɪ ʌmər khelər pʊtuːl
ʌmər pəʃeɪ θəkɔː mɑːɡɔː
ʌmɑːr pəʃeɪ θəkɔː məɡɔː
æmɒn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
tɒmər prem e tɒmɑːr ɡɒnðhe pɒrən vɒre rəkhiː
eɪ tɒ ʌmər dʒɪbɔːn mɒrɒn emnɪ dʒenɒ θəkiː
tɒmər prem e tɒmɑːr ɡɒnðhe pɒrən vɒre rəkhiː
eɪ tɒ ʌmər dʒɪbɔːn mɒrɒn emnɪ dʒenɒ θəkiː
bʊke tɒmɑːr bʊke tɒmər ɡhʊmɪ e ɡeleː
bʊke tɒmər ɡhʊmɪ e ɡeleː
dʒəɡɪ e ðɪɒ nəkɔː ʌmɑɪ
dʒəɡɪ eː ðɪɒ nəkɔː məɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː mɑː ɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
dʒɔːnmɒ ʌmɑːr ðhɔːnnɒ hɒlɔː mɑː ɡɔː
æmɔːn kɒre əkuːl hɒeː ʌmɑːɑɪ tʊmɪ dɑːkɔː
জন্ম আমার ধন্য হলো
সাবিনা ইয়াসমিন
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো,
মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো
মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়
বুকে যদি রাখো, মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার কথায় কথা বলি পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত
তোমার কথায় কথা বলি পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত
তুমি আমার তুমি আমার খেলার পুতুল
তুমি আমার খেলার পুতুল
আমার পাশেই থাকো মাগো
আমার পাশেই থাকো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি
তোমার প্রেমে, তোমার গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি
বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে গেলে
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
Video
[“: ” after a letter/ sound means the letter/ sound should be pronounced with a long sound and The transcription is not 100% accurate in terms of Bangladeshi pronunciation, stress and Phonetic Transcriptions]